সমগ্র অস্ট্রিয়া করোনার অতি ঝুঁকিপূর্ণ ঘন লাল জোনে

বর্তমানে অস্ট্রিয়ায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BA.2 এর ব্যাপক প্রাদুর্ভাব, রাজধানী ভিয়েনায় গত এক সপ্তাহে বৃদ্ধির পরিমাণ শতকরা ১৮ শতাংশ
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক করোনা পরিস্থিতির পর্যালোচনা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে এই সপ্তাহেও করোনা ট্রাফিক লাইট কমিশন সমগ্র অস্ট্রিয়াকে অব্যাহত ঘন লাল জোনেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তবে অস্ট্রিয়ার Tirol রাজ্যের করোনার সংক্রমণের বিস্তার কিছুটা হ্রাস পাচ্ছে।
অস্ট্রিয়ায় বর্তমানে প্রতিদিন করোনার রেকর্ড সংখ্যক সংক্রমণ বিস্তারের ফলে লাল জোন থেকে কমলা জোনে ফিরে আসা আগামী কয়েক সপ্তাহে সম্ভব নাও হতে পারে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধির পরিমাণ শতকরা ১৮ শতাংশ। এখানে প্রতি এক লাখ জনপদে বর্তমানে করোনায় আক্রান্ত ২৩০ জন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়ে ফেডারেল রাজধানী ভিয়েনায় করোনায় আক্রান্তদের মধ্যে শতকরা ৬৮ শতাংশই উপসর্গহীন আক্রান্ত।অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে Burgenland রাজ্য। এখানে প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্ত ৫১৪ জন।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, অস্ট্রিয়ায় বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত।এই আক্রান্তদের মধ্যে আবার শতকরা ২১ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে মানুষের।সংক্রমণের বিস্তারের বৃদ্ধির সাথে সাথে অস্ট্রিয়ার হাসপাতাল ও আইসিইউর উপর করোনার রোগীদের চাপ বাড়ছে। যদিও বর্তমানের এই চাপ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের মধ্যেই আছে।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৪১,৬০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,৫৯৩ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,০৯১ জন, Steiermark রাজ্যে ৭,১৩৫ জন, OÖ রাজ্যে ৭,০৫৭ জন, Kärnten রাজ্যে ২,৫৪২ জন, Salzburg রাজ্যে ২,৪৭১ জন, Vorarlberg রাজ্যে ২,৩৮৬ জন, Tirol রাজ্যে ১,৮৯৬ জন এবং Burgenland রাজ্যে ১,৪৩৬ জন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৫২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২,৬৫৪ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৬২,১৫,৮৩৪ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,২ শতাংশ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬,২৭,০৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬,৫৭৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৩১,৬৮,৮৮৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৩৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,২৩৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
14,576 total views, 1 views today