ভিয়েনায় করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তিকে বাহিরে ঘোরাফেরার সময় গ্রেফতার করেছে পুলিশ

কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ ভিয়েনা পুলিশ প্রশাসনের বিশেষ করোনা ইউনিট ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টে করোনায় আক্রান্ত এক ব্যক্তিকে বাহিরে বের হওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বের হওয়া গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারের পর ২৪ বছর বয়স্ক ব্যক্তি জানান, যে তিনি ভুলে গিয়েছিলেন যে, তার তার ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এপিএ কে ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র বারবারা গাস বলেন,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জেনে শুনে অন্যকে বিপজ্জনক অবস্থায় ফেলার অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান,পুলিশ প্রশাসনের এই বিশেষ দলটি বর্ধিত সুরক্ষামূলক সরঞ্জাম সহ বিশেষভাবে প্রশিক্ষিত অফিসারদের নিয়ে গঠিত। ২০২০ সাল থেকই ভিয়েনা পুলিশ প্রশাসনের এই দলটি কাজ করে আসছে। তারা এই পর্যন্ত করোনায় আক্রান্ত ২,০২৫ জনকে আইসোলেশন ভঙ্গের অভিযোগে
গ্রেফতার করেছে।একটি সূত্র জানিয়েছে,করোনায় আক্রান্ত হওয়ার পর ভিয়েনা প্রশাসন থেকে জারি করা বাহিরে বের হওয়ার নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা হতে পারে সর্বোচ্চ € ৭,০০০ (সাত হাজার) ইউরো।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩৭,৯১০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪০ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,৫৭৩ জন।
অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮,৪৭৬ জন, OÖ রাজ্যে ৬,৫৭৩ জন, Steiermark রাজ্যে ৪,৯৫৬ জন, Salzburg রাজ্যে ২,৪৯২ জন, Kärnten রাজ্যে ২,৩৯৭ জন, Tirol রাজ্যে ১,৬৭৫ জন, Vorarlberg রাজ্যে ১,৪৭৫ জন এবং Burgenland রাজ্যে ১,২৯৩ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২১৩ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২,৯২৪ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩২,০৯,৪৪৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫,৬১৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৩২,০৯,৪৪৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩৯,৯৩৬ জন।এর মধ্যে আইসিইউতে আছেন ২৪০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,১৭৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
16,147 total views, 1 views today