অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ আজ সোমবার ৪ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইফতারের সময় : ১৯:২৯ মিনিট। (Ifter in Vienna at 19:29 p.m)
আগামীকাল মঙ্গলবার ৫ এপ্রিল ভিয়েনায় সেহরির শেষ সময় : রাত ৪:৫৫ মিনিট।
ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.
ইসলাম ধর্মে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হলে কোন ইবাদত বা কাজ সংখ্যাগরিষ্ঠ মানুষ করলেও তা গ্রহণযোগ্য নয়।
এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ বা প্রার্থনা করছিলেন এই বলে যে, ‘হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মাঝে শামিল করে নিন।’
ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাঃ মসজিদে উক্ত ব্যক্তির এই রকম ব্যতিক্রম ধরনের দোয়া শুনে কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন- ‘তুমি এই দোয়া কোথা থেকে শিখেছো?’
উত্তরে সেই ব্যক্তি বললো- ‘আল্লাহর ক্বোরআন থেকে। আল্লাহ ক্বোরআনে বলেছেন, ‘এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩) উত্তর শুনে হযরত উমর রাঃ নিজেকে উপদেশ দিতে লাগলেন- ‘হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।’ সাথে তিনিও দোয়া করতে লাগলেন-‘হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।’
আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- ‘এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?’ অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?
এখন যদি আমরা পবিত্র আল কোরআনে ‘অধিকাংশ ব্যক্তি’ বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-
?অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( ৭:১৮৭)
?অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩)
?অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)
?তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)
?তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১)
?তাদের অধিকাংশই সত্য জানে না। (২১:২৪)
?তাদের অধিকাংশই বুঝে না। (৪৯:৪)
?অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না। (৪১:৫)
তারপর আমরা যদি ‘অল্পসংখ্যক’ লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-
▪️আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
▪️অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)
▪️একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)
- তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। মনে রাখবেন- অধিকাংশ মানেই সঠিক বেঠিকের মানদন্ড নয়। ইসলাম ধর্মে মূলত কোরআন ও হাদিসের দলিলের উপর ভিত্তি করে পরিচালিত হওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।