অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

 কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ আজ মঙ্গলবার ৫ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইফতারের সময় : ১৯:৩০ মিনিট। (Ifter in Vienna at 19:30 p.m)

আগামীকাল বুধবার ৬ এপ্রিল ভিয়েনায় সেহরির শেষ সময় : রাত ৪:৫৩ মিনিট।


ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

পবিত্র আল কোরআনে মহান আল্লাহতায়ালা বলেন, “তোমরা সত‍্যকে মিথ‍্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত‍্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম কর,যাকাত দান কর এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়”।[সূরা আল বাকারা,আয়াত: ৪২-৪৩]

রাসূল মোহাম্মদ সা: সিয়াম বা রোজা সম্পর্কে বলেন, “সিয়াম হলো ঢাল স্বরূপ। এর দ্বারা আল্লাহর বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে।” [মুসনাদে আহমদ,হাদিস নাম্বার ১৫২৯৯]

 14,604 total views,  1 views today