অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়
কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ আজ শুক্রবার ৮ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইফতারের সময় : ১৯:৩৪ মিনিট। (Ifter in Vienna at 19:34 p.m)
আগামীকাল শনিবার ৯ এপ্রিল ভিয়েনায় সেহরির শেষ সময় : রাত ৪:৪৬ মিনিট।
ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.
ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুম‘আর দিন। আর পবিত্র রমজান মাসের প্রথম জুম‘আ বলে এর গুরুত্ব আরও অপরিসীম।
মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা জুম‘আর দিন সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরা আল জুম‘আর ৯ নাম্বার আয়াতে বলেন, “মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।” [সূরা আল জুম‘আ,আয়াত:৯]
জুম‘আর দিন আল্লাহ যাদের ক্ষমা করে দেন।রাসুল কারিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো; সেখানে দুইজন মুসল্লির মধ্যে ফাঁক করে— সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে— চুপ থাকল; তাহলে আল্লাহ তাআলা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেবেন।’[সহিহ বুখারি, হাদিস : ৮৮৩]
14,578 total views, 1 views today