অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

কবির আহমেদ, ইউরোপ ডেস্কঃ  আজ রবিবার ১৭ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ১৬ তম রোজার ইফতারের সময় : ১৯:৪৭ মিনিট। (Ifter in Vienna at 19:47 p.m)

আগামীকাল সোমবার ১৮ এপ্রিল ভিয়েনায় ১৭ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:২৪ মিনিট।

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,

* Innsbruck (Tirol) + 20 Min.

* Salzburg + 13 Min.

* Villach (Kärnten) + 10 Min.

* Linz (OÖ) + 08 Min.

*Klagenfurt (Kärnten) + 08 Min.

* Graz (Steiermark) + 4 Min.

* St. Pölten (NÖ) + 3 Min

আল কোরআনের বাণী: সূরা আল কাহফ,আয়াত ১ থেক ৮ পর্যন্ত।

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি।

একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে-তাদেরকে সুসংবাদ দান করে যে, তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে।

তারা তাতে চিরকাল অবস্থান করবে।

এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে।

এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।

যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন।

আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।

এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব।

[সাদাকাল্লাহুল আযীম অর্থাৎ আল্লাহ্‌ যা বলেছেন সত্য বলেছেন]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *