অষ্ট্রিয়ায় মৃত্যুর মিছিলে আরও ২ জন যুক্ত হয়ে এখন ৫৩

নিউজ ডেস্কঃ আজ সকাল ৮ টার তথ্য অনুযায়ী অষ্ট্রিয়ায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৫৩ জন। এদিকে নুতন করে আক্রান্তের সংখ্যা ৫৬৪ জন বৃদ্ধি পেয়ে মোট ৬,৯৬২ জনে দাঁড়াল ।
অষ্ট্রিয়ায় সর্বমোট ৩৬,০০০ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে ৬,৯৬২ জনকে শনাক্ত করা হল । বেশী আক্রান্ত হয়েছে, Tirol এ আক্রান্তের সংখ্যা ১,৬৪৪ জন, Oberösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,১৬২ জন, Niederösterreich প্রদেশে আক্রান্তের সংখ্যা ৯৯২ জন, রাজধানী শহর ভিয়েনায় আক্রান্তের সংখ্যা ৯১৮ জন, Steiermark এ আক্রান্তের সংখ্যা ৭৪২ জন, Salzburg এ ৬৮০ জন, এবং Voralberg এ ৪৭৩ জন। আইসিইউ তে আছেন ১৯৬ জন ।

অষ্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রী Rudolf Anschober সংবাদ সম্মেলনে বলেন, আমরা জরুরী ভাবে করোনাভাইরাসের জন্য বিশেষ ক্লিনিকগুলিতে এ পর্যন্ত ১২,০০০ বেড প্রস্তুত করে রেখেছি এবং ২০,০০০ বেডের প্রস্তুতি নিচ্ছি ।
এদিকে অষ্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশীরা এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন । অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এক যৌথ বিবৃতিতে এই বিশ্ব মহামারী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন ।
4,599 total views, 1 views today