ঝালকাঠিতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিন ব্যাপি শারদীয় দুর্গা উৎসব
বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিন ব্যাপি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব। সোমবার এই উৎসবের বিজয়া দশমীর পূজা শেষে হিন্দু সম্প্রদায়ের নারীরা প্রতিমাকে বিদায় অর্ঘ প্রদান করে সিঁদুর খেলায় মেতেছে। দেবীর কপালে সিঁদুর ছোয়ার পরে এই সিঁদুর পরিবারের স্বামী সহ সকলের দীর্ঘ আয়ু কামনা করে নারীরা পরস্পরকে ছুয়ে দিয়েছে। সিঁদুর খেলাটা বিবাহিত নারীদের জন্য হলেও আনন্দ ছুয়ে গেছে অবিবাহিত যুবা-কিশোরীদের মধ্যেও।
সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডবে সিঁদুর দান হয়েছে। সন্ধ্যায় পূজা মন্ডব সংলগ্ন খাল অথবা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই এই উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
9,062 total views, 1 views today