মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চরফ্যাশনে উপজেলা ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল

 মোঃ তরিকুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চরফ্যাশন উপজেলা ওলামা পরিষদ। ফ্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল  ম্যাকরো যদি দ্রুত বিশ্ব মুসলিমদের কাছে ক্ষমা না চায় তাহলে বৃহৎ আন্দোলনের হুসিয়ারি দেন ইসলামী আন্দোলনসহ ইসলামী দলগুলোর নেতৃবৃন্দরা।

সোমবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার জনসাধারণ ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিছিল নিয়ে বের হয়।

এসময় পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে এসে এক সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ আনাস,মাওলানা মোঃ রফিকুল ইসলাম,মাওলানা মোঃ সালাউদ্দিন,আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার,মাওলানা আব্বাস উদ্দিনসহ বিভিন্ন স্তরের আলেম ওলামা নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় ইসলামকে কোনঠাসা করতে বারবার মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ধর্মীয়ভাবে ইসলামকে ছোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। আজ বিশ্ব মুসলিম জনতা একতাবদ্ধ হয়েছে। এসময় হাজার হাজার মুসলিম জনসাধারণ ফ্রান্সের পণ্য বয়কট করতে স্লোগান দেন। 

 

 9,029 total views,  1 views today