জেলহত্যা-পিটিয়ে হত্যা একইসূত্রে গাঁথা – মোমিন মেহেদী
ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জেলহত্যা-পিটিয়ে হত্যা একইসূত্রে গাঁথা। এই ঘাতকরা ৭১ থেকে ৭৫ এবং পরবর্তী সকল নির্মম মৃত্যুর জন্য দায়ি। বিশেষ করে হলি আর্টিসান-সিনহা-বিশ^জিৎ-আবরার-রায়হান-নুসরাত সহ প্রতিটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে ধর্মান্ধতা-স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের সরাসরি অথবা নেপথ্য কর্মের মধ্য দিয়ে।
নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ৩ নভেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র দাস, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশকে খাদের কিণার থেকে সরানোর জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ করছে।
9,203 total views, 1 views today