তজুমদ্দিন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শরীফ আল-আমীন,তজুমদ্দিন (ভোলা) থেকেঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে উত্তর বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ । এরপর দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগর আহবায়ক মোঃ রাসেলের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার,সাধারণ সম্পাদক আঃ রহমান,সাবেক ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন,সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুউদ্দিন সবুজ, মোঃ শিবলু, মোঃ নকিব প্রমুখ।
10,103 total views, 1 views today