অস্ট্রিয়া বিএনপি’র উদ্যোগে মরহুম সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট: আজ ০৮-১১-২০১৯ ইং রোজ শুক্রবার বাদ জু’মা বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জন্য এক দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব ডঃ ফারুক আল মাদানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা হানিফ ভূঁইয়া, এহসানউল্লাহ আলমগীর, মোঃ মোস্তফা, রেজাউর রহমান পলাশ, মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আনিসুর রহমান খান, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।