হবিগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রী কে পিটালো স্বামী

 মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীসহ পরিবারের লোকজনকে পিঠিয়ে আহত করেছে মাদকাসক্ত স্বামী।

জানাযায় মঙ্গলবার (৩০ মার্চ) রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়চর  গ্রামে  নেশা করার জন্য স্ত্রী কাছে  টাকা চায় মাদকাসক্ত স্বামী  সুশান্ত সেন ।

তার স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুশান্ত ক্ষিপ্ত হয়ে তাকে বেদড়ক মারপিট শুরু করে।

এ সময় পরিবারের অন্যন্যা সদস্যরা এতে বাধা দিলে তাদের কে মারধর করে মাদকাসক্ত সুশান্ত । স্ত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষনিক শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কে ঘটনাটি অবহিত করে ৯৯৯ কৃর্তপক্ষ।

পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উপজেলার পূর্ব বড়চর গ্রামের সুশাংক সেনের ছেলে সুশান্ত সেন (৩৯) কে গ্রেফতার করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন সুশান্ত সেন মাদকাসক্ত। সে পেশায় কাঠমিস্ত্রি। প্রতিদিন ভালো টাকা আয় করতে পারে। তবে  নেশা করার কারনে টাকা রাখতে পারেনা।তাই প্রায়ই স্ত্রীর কাছ টাকা চায়। টাকা না দেয়ায় স্ত্রীসহ পরিবারের লোকজন কে মারধর করে সে।

তাকে গ্রেফতার করে বুধবার(৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

 13,533 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *