জার্মানির Alexander von Humboldt Foundation Research-award লাভ করলেন, অধ্যাপক ডঃ এনামউল্লাহ ।

ডেস্ক রিপোর্টঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ এনামউল্যাহ পারভেজ । জার্মানির Alexander von  Humboldt Foundation Research-award লাভ করেছেন। ফাউন্ডেশনের Research Group Linkage Programme এর আওতায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ/ হ্রাসের লক্ষ্যে Reduction of carbon-di-oxide using metal catalyst শীর্ষক গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ     ফারজানা ইসলাম উক্ত গবেষণা পুরস্কার লাভ করায় ডঃ মোঃ এনামউল্যাহকে  অভিনন্দন  জানিয়েছেন।
উল্লেখ্য, অধ্যাপক ডঃ মোঃ এনামউল্যাহ  এবং জার্মানির বিখ্যাত Dusseldorf University এর অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিয়াক যৌথভাবে উক্ত গবেষণা প্রকল্প পরিচালনা করবেন। এই প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রী ও গবেষকগণ উভয় দেশ পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া প্রকল্পের সার্বিক তত্তাবদানে আন্তর্জাতিক মানের সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের ব্যবস্থা রয়েছে।
অধ্যাপক ডঃ এনামউল্লাহ পারভেজ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিখ্যাত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেন। উনি ভিয়েনা থাকাকালীন অবস্থায়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের Ex-Student Association গঠিত হয় এবং উক্ত সংগঠন করার ব্যাপারে সক্রিয় ভুমিকা পালন করেন।
 অধ্যাপক ডঃ মোঃ এনামউল্যাহ পারভেজ বাংলাদেশের ভোলা জেলার সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে এক মেয়ের জনক।
এদিকে ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  আবিদ হোসেন খান তপন , সম্পাদক মাহবুবুর রহমান এবং অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মিসেস নাসরীন নাহিদ এক বার্তায় অধ্যাপক ডঃ মোঃ এনামউল্যাহকে এই এওয়ার্ড লাভ করায় প্রানঢালা অভিনন্ধন ও শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *