ভোলার লালমোহনে পালিত হবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০১৯ ।

ভোলা থেকে বিশেষ প্রতিনিধি, রিপন শানঃ একুশটি সামাজিক সংগঠনের মানব বন্ধনে ৯ই ডিসেম্বর ২০১৯ ইং দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার প্রত্যয় নিয়ে লালমোহনে পালিত হবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০১৯ । ২১ টি সংগঠন এর মধ্যে রয়েছেঃ ১. লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২. লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ৩. বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার ৪. বাঙালি সাংস্কৃতিক বন্ধন : ভোলা জেলা শাখা ৫. লালমোহন মিডিয়া ক্লাব ৬. লালমোহন রিপোর্টার্স ইউনিটি ৭. লালমোহন বাদশা মিয়া একাডেমি ৮. পদক্ষেপ বাংলাদেশ: ভোলা জেলা শাখা ৯. সেভ দ্য রোড: ভোলা জেলা শাখা ১০. শান ফাউন্ডেশন : মুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতিমঞ্চ ১১. নেক্সাস ৯৩ বন্ধুসংগঠন ১২. কৃষ্টিকানন: নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় ১৩. আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় সাংস্কৃতিক ইউনিট ১৪. বাংলাদেশ যৌতুক বিরোধী সংগ্রাম পরিষদ ১৫. নিরাপদ চিকিৎসা চাই: ভোলা জেলা শাখা ১৬. ওয়েস্টার্নপাড়া ক্রীড়াচক্র: লালমোহন ১৭. বদ্বীপ ফোরাম: লালমোহন উপজেলা শাখা ১৮. ইউরো সমাচার পাঠকপরিসর  ১৯. লালমোহন আবৃত্তি সংসদ ২০. আব্দুল মান্নান ফাউন্ডেশন ২১. প্রজন্ম থিয়েটার লালমোহন ।আয়োজনে ,  লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। 
তারিখ ও সময়ঃ ৯ ই ডিসেম্বর ২০১৯ ইং  সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা । 
স্থানঃ লালমোহন চৌরাস্তার মোড় থেকে থানা মোড়  ।   
প্রয়োজনে,শাহাবুদ্দিন রিপন শান  ,সাধারণ সম্পাদক লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মোবাইলঃ  ০১৭১৯৩১৬৬৮৪ অথবা ০১৯১৯০১৪৪৯৬ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *