রাজিব- দিয়া নিহতের মামলায় দুই বাস চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ।


ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি, সোয়েব মেজবাউদ্দিনঃ রাজধানীর বিমানবন্দর সড়কে দুই চালকের রেষারেষিতে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব ও দিয়া নিহতের মামলায় দুই চালক ও পলাতক এক হেল্পারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই বাস চালক হলেন মাসুম বিল্লাহ, জুবায়ের সুমন এবং হেল্পার কাজী আসাদ (পলাতক)
এছাড়া দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধ প্রমানিত না হওয়ায় বাস মালিক জাহাঙ্গীর ও হেলপার এনায়েত হোসেন কে খালাস দিয়েছেন আদালত।এর আগে গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্কের শুনানি শেষে ১লা ডিসেম্বর এ রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন বিচারক। প্রসঙ্গত , গত বছরের ২৯ শে জুলাই দুপুরে রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালের সামনে দুই চালকের রেষারেষিতে জাবলে নুর পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে । এতে দুই শিক্ষার্থী নিহিত ও ৯ জন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হোল দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম রাজীব (১৭) এবং একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম (১৬) । এ ঘটনায় নিহিত শিক্ষার্থী দিয়া খানমের পিতা জাহাঙ্গির আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।