বাংলাদেশ আওয়ামী লীগ বোরহানউদ্দিন উপ- জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে আবদুর রাজ্জাক শাহীন দপ্তর সম্পাদক নির্বাচিত।

আফসানা রহমান ডেইজী, নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপ- জেলার মুন্সির হাট এলাকার আবদুর রাজ্জাক শাহীনকে বাংলাদেশ আওয়ামী লীগ বোরহানউদ্দিন উপ- জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ মুন্সির হাট এলাকায় নেতৃত্ব দিয়ে আসছেন এবং উক্ত এলাকার ব্যাপক উন্নয়ন করে আসছেন। এবার কাউন্সিলর গন তাকে মূল্যায়ন করে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তার এই খবর শুনে উক্ত এলাকায় আনন্দের বন্যা বয়ে যায় ।
এদিকে শাহীন নির্বাচিত হওয়ায় ভিয়েনা থেকে প্রকাশিত ” ইউরো সমাচার” পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্ধন জানান ।
অষ্ট্রিয়া আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এক শুভেচ্ছা বার্তায় আবদুর রাজ্জাক শাহীনকে অভিনন্ধন জানিয়ে বলেন উনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি শাহীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।