লালমোহনের প্রান্তিক জনগনের দ্রুততম সময়ে-স্বল্প খরচে ও স্বচ্ছ উপায়ে সুবিচার প্রাপ্তি নিশ্চিত করছে গ্রাম আদালত ।

লালমোহন থেকে,সাব্বির আলম বাবুঃ স্থানীয় সরকার মন্ত্রনালয় ও ইউএনডিপি-ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগীতায় বেসরকারী সংস্থা ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন(২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করছে। মাত্র ২০ টাকায় নির্দিস্ট ফরমে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সহকারীর মাধ্যমে যে কেউ নিজের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারেন।
ভোলা-১১৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তুস্ট প্রকাশ করেছেন।এ ব্যাপারে ওয়েব ফাউন্ডেশন এভিসিবি ফেইজ২ প্রকল্পের লালমোহন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান জানান, ভোলা জেলার লালমোহন উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং জন প্রতিনিধিদের সহযোগীতায় ২০১৯ সালে ৭০১টি মামলা গ্রহন করে ৬৯৩টি মামলার নিষ্পত্তি করে। এতে ফৌজদারী মামলা থেকে সরাসরি অর্থ আদায় হয় ২৩,০৭,৮৭০ টাকা অপরদিকে দেওয়ানি মামলায় আদায় হয় ১৪,৬১,৫০০ টাকা। বেদখলকৃত জমি আদায় ৩৪১৮ শতাংশ যার বাজার মূল্য ১,৪৪,৬১,১০০ টাকা সহ অন্যান্য অর্থ আদায় হয় ৩,৪৩,০০০ টাকা।
1,671 total views, 1 views today