লালমোহনে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ, আটক-১
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত রিপন ও তার বড় ভাই কামালসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা মো. নাজিম। অভিযোগ পেয়ে অপহরণকারী রিপনের বড় ভাই ও লালমোহন বাজারের মীম জুয়েলার্সের মালিক মো. কামাল উদ্দিনকে আটক করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের মো. নাজিম মাস্টারের মেয়ে লালমোহন পৌর শহরের একটি প্রাইভেট বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রোববার বিকালে ওই স্কুল ছাত্রীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় কামালের ভাই রিপন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারী রিপন ও ওই স্কুল ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে মো. কামাল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
14,618 total views, 1 views today