লালমোহনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে উপকারভোগী বাছাই ও নির্বাচিত তালিকা সংক্রান্ত সকল তথ্য সবার জন্য উন্মুক্ত করতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় ও কোস্ট ফাউন্ডেশনের সিইপিআই প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীসহ নাগরিক ফোরামের সদস্যরা।
14,615 total views, 1 views today