ঝালকাঠিতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি
বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে বিকনা সড়কের লাশকাটা ঘরের পূর্বপাশের বাসিন্দা নৌবাহিনী অবসর প্রাপ্ত কর্মচারী আব্দুল আলীমের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাত চোর বাসভবনের জানালার গ্রীল কেটে বিতরে প্রবেশ করে এবং পরিবারের লোকজনের উপর চেতনা নাশক স্প্রে ব্যবহার করে গুমন্ত সদস্যদের ঘুম গাড় করে ১ লক্ষ ২ হাজার টাকা ও ৩ ভরি ওজনের সোনার গহনা নিয়ে যায়।
মঙ্গলবার ভোর রাতে আনুমানিক ৪টায় এ ঘটনা গটেছে। এই পরিবারে সদস্য জান্নাতুল নাহিদ রাত ৩টা পর্যন্ত পরাশোনা করেছে এবং সে গুমিয়ে পরার যাওয়ার পরে এঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় সকালে মৌখিকভাবে জানানো হয়েছে।
14,617 total views, 1 views today