দুদকের উদ্যেগে মার্চ মাস জুড়ে বিতর্ক প্রতিযোগীতা অনুস্ঠিত হবে।

সাব্বির আলম বাবু, নিজস্ব প্রতিবেদকঃ তারুন্যকে দেশপ্রেম ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করতে দুদকের উদ্যেগে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা অক্সফাম বাংলাদেশ ও জাগোনারীর বাস্তবায়নে বরিশাল বিভাগের সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মার্চ মাস জুড়ে বিতর্ক প্রতিযোগীতা অনুস্ঠিত হবে।
এ বিষয়ে বরগুনা জেলায় জাগোনারী সংস্থার প্রধান কার্যালয়ে অনুস্ঠিত ওরিয়েন্টেশন সভায় বিস্তারিত আলোচনা করা হয়। ইতিমধ্যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতার কাজ ১ম ধাপে দেশব্যাপি ২ হাজার ২১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে যা ৩১শে মার্চ এর মধ্যেই সম্পন্ন হবে বলে জানা যায়।

ওরিয়েন্টশনে বরিশাল বিভাগের ছয় জেলার ৩০ জন ভলান্টিয়ার ছাড়াও উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার দেবরাজ দে, জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি, কমিউনিকেশন ডিরেকটর ডিউক ইবনে আমিন প্রমুখ।
1,715 total views, 1 views today