হবিগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

 হবিগঞ্জ প্রতিনিধি,মোতাব্বির হোসেন: হবিগঞ্জের মাধবপুরে অসুস্থ্য ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাস চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। সোমবার দুপুরে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শিশু মোশারফ মিয়া, রূপা আক্তার ও জব্বার মিয়া। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, অসুস্থ্য শিশু মোশারফ মিয়াকে নিয়ে একই পরিবারের তিন সদস্য একটি সিএনজি অটোরিকশাযোগে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। সিএনজি অটোরিকশাটি ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মোশারফ মিয়াসহ দুইজন মারা যান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কর মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

 14,676 total views,  1 views today