লালমোহনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ লালমোহন উপজেলায় ২২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনান্যরা।  

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজাকে স্বতঃস্ফূর্তভাবে পালন করা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়া হয়। এই বছর লালমোহনে উপজেলা ২২ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়। 

 14,603 total views,  1 views today