লালমোহন থানার উদ্যোগে পূজা উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন থানা কর্তৃক আয়োজিত বুধবার বিকালে থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান। সভায় পূজা মন্ডব কমিটির সদস্য, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থাণীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লালমোহনে কোন রকম সমস্যা ছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজান যাতে পূজা উদযাপন করতে পারে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।এই বছর লালমোহনে উপজেলা ২২ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।     

 14,609 total views,  1 views today