ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক এরশাদের উপর হামলাকারী ইউসুফ আটক

একটি চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় সাংবাদিক এরশাদের উপর হামলা করে সন্ত্রাসী ইউসুফ। ২০১৯ সালে বোরহানউদ্দিন ঈদগা মাঠে পুলিশ ও তৌহিদি জনতার ঘটনায় লাইভ সম্প্রচার করে সাংবাদিক এইচ এমএরশাদ। ওই লাইভ সম্প্রচার করায় বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বিএনপি কর্মী ইউসুফ। তারই ধারাবাহী কতায় গতকাল পরিকল্পিত ভাবে হামলা চালায় ইউসুফ।
এ ঘটনায় রাতেই সাংবাদিক এরশাদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ইউসুফকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
14,607 total views, 1 views today