ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক এরশাদের উপর হামলাকারী ইউসুফ আটক

 গাজী তাহের লিটন, ভোলা: ভোলার বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এইচ এম এরশাদের উপর হামলাকারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে রানীগঞ্জ বাজারে   
একটি চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় সাংবাদিক এরশাদের উপর হামলা করে সন্ত্রাসী ইউসুফ।  ২০১৯ সালে বোরহানউদ্দিন ঈদগা মাঠে পুলিশ ও তৌহিদি জনতার ঘটনায় লাইভ সম্প্রচার করে সাংবাদিক এইচ এমএরশাদ। ওই লাইভ সম্প্রচার করায় বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বিএনপি  কর্মী ইউসুফ।  তারই ধারাবাহী কতায় গতকাল পরিকল্পিত ভাবে হামলা চালায় ইউসুফ।
এ ঘটনায় রাতেই সাংবাদিক এরশাদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ইউসুফকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।  
 
 
 
 
 
 
 
 

 14,607 total views,  1 views today