লালমোহনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে “মানবতার পাশেই আমরা” নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
“মানব সেবা উত্তম ইবাদত” স্লােগানে রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন উত্তর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এদিন বিনামূল্যে প্রায় ১ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে “মানবতার পাশেই আমরা” নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।এর আগেও মহামারী করোনায় জনসাধারণ কে সচেতন করার লক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাক্স বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন, “মানবতার পাশেই আমরা” সংগঠনের উপদেষ্টা ও অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) শামীম রেজা, সাধারণ সম্পাদক শাখাওয়াত শিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ, এলএক্স অভি, মোঃ পারভেজ, আহমেদ ফারহান, নাজমুল ইসলাম নাঈম, রাকিব শিকদার প্রমূখ।
14,600 total views, 1 views today