ভোলা জেলার বেস্ট অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ
জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হলেন লালমোহন থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। রবিবার (১০-১০-২০২১) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয় তাকে।
জানা গেছে, রোববার সেপ্টেম্বর/২০২১ ইং মাসের মাসিক কল্যাণ সভায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে ভোলা জেলার বেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত করেন। এসময় জেলার সকল উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওসি মাকসুদুর রহমান মুরাদ পুলিশ ইন্সপেক্টর হিসেবে ৪ বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৩ সেপ্টেম্বর তিনি অফিসার ইনচার্জ হিসেবে লালমোহন থানায় যোগ দেন। এখানে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৪ বার শ্রেষ্ঠ হিসেবে মনোনিত হয়েছেন। বেস্ট অফিসার ইনচার্জ মনোনিত হওয়ায় তিনি সকল উর্ধতন কর্তৃপক্ষসহ সহকর্মীদের কৃতজ্ঞতা জানান। এছাড়া লালমোহনবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
14,606 total views, 1 views today