জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি শাওন

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ এর উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই সহায়তা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুপ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধে জেলেরা যেন নদীতে মাছ না ধরে, সেজন্য জেলেদের জন্য তিনি  ভিজিএফের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রীর এই সহায়তা প্রকৃত জেলেরা যাতে পায় সে ব্যবস্থা করতে হবে। যে সমস্ত জেলেরা বিদেশে অবস্থান করছে বা মারা গেছেন তাদের যায়গায় প্রকৃত জেলেদের  নাম স্থানান্তর করতে হবে। ইউনিয়নের ১৮শ জেলেদের  মধ্যে এই সহায়তা বিতরণ হয়। এসময় লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।  

 14,620 total views,  1 views today