নানা আয়োজনে চরফ্যাসনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

 সামছুন নাহার স্নিগ্ধা (চরফ্যাসন) প্রতিনিধিঃ ১৫অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে৷ শুক্রবার সকাল ১০টায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও ৫জন নারী নেত্রীকে সম্মাননা সনদ প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়৷
 
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ৷ অন্যান্যদের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা ব্যবস্থাপনা পরিচালক রাশিদা বেগম, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক সামছুন্নাহার স্নিগ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ এফএম রেডিও মেঘনার নিয়মিত দর্শক, কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
 
আলোচনায় পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, গ্রামীণ নারীরা পারিবারিক শ্রম ছাড়াও কৃষি, মৎস্য, বনায়ন, গবাদিপশু পালনসহ নানা ধরনের শ্রমে অবৈতনিকভাবে জড়িত। অথচ এসব অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য না থাকায় পরিবারে তার মত প্রকাশ বা সিদ্ধান্ত গ্রহণের কোনও অধিকার থাকছে না৷ তাই প্রয়োজন নারীর অদৃশ্য শ্রমের আইনগত স্বীকৃতি এবং মূল্যায়ন। যা তাকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে নেবে। বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক ও সামাজিক কঠোর পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তা তুলে ধরেন পৌর মেয়র৷ পরে নারীদের প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ফরিদা পারভীন, আতিকুন্নাহার নাজমা, সামছুন্নাহার স্নিগ্ধা, মাহমুদা খানম মিলি ও ফারজানা আফরোজ সখির হাতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির চেয়ারপার্সন শামীমা আকতার এর স্বাক্ষরিত সম্মাননা সনদ তুলে দেন৷

 14,606 total views,  1 views today