লালমোহনের, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলমগীরের গণসংযোগ অব্যাহত।

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন ৬ নং ফরাজগঞ্জ ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে যে কোন সময়। নির্বাচন কে সামনে রেখে নিজ নিজ মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। এখনও তফসিল ঘোষনা হয়নি তবুও প্রার্থীদের দোড়ঝাপ শুরু হয়ে গেছে। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া চাচ্ছেন প্রার্থীরা।                         

এরই মধ্যে অন্যতম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হলেন মোঃ আলমগীর হোসেন। তিনি গত সংসদ নির্বাচনের পর থেকেই এলাকায় ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তদের সুখে দুঃখে ভাগিদার হচ্ছেন। প্রতিনিয়ত এলাকার মানুষের সাথে যোগাযোগ করেই চলছেন। এরই মধ্যে তিনি এলাকার মানুষদের কাছের তরুন সৎ যোগ্যমানুষ হিসাবে পরিচিতি পেয়েছেন এবং বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। এই তরুন সৎ সমাজসেবক রাজনীতিবিদ ও বর্তমান সাংসদ (ভোলা-৩) নুরুন্নবী চৌধুরী শাওন এর একান্ত আস্থাভাজন মোঃ আলমগীর হোসেন বলেন, আমি এই অবহেলিত ফরাজগঞ্জ  ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আমি স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক কাজ করব। ফরাজগঞ্জ ইউনিয়নটি চরম অবহেলার মধ্যে ছিল। আমি লালমোহন-তজুমদ্দিনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর উন্নয়নের অংশীদার হয়ে ফরাজগঞ্জ ইউনিয়নে সামনের নির্বাচনে একজন প্রার্থী।                                                                                               

এই এলাকার সকল শ্রেণির মানুষ এখন আমাকে চায়। বর্তমানে আমি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, ফরাজগঞ্জ দীপবন্ধু পরিষদের সভাপতি, ঢাকা গাজীপুরস্থ ভোলা ফোরামের সভাপতি। সামনের নির্বাচনে দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ফরাজগঞ্জ ইউনিয়নকে আমি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তরিত করব, এখানের প্রতিটি কাজে থাকবে সচ্ছতা ও জবাবদিহিতা এটা আমার স্বপ্ন।

 1,756 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *