হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরু পাচারের সময় ১ চোর আটক
হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজলঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজে গরু চুরি করে পাচারের সময় হাতেনাতে গরুসহ শিপন ঘোষ (২৫) নামে এক গরু চোর কে আটক করেছে স্থানীয় জনতা।
পরবর্তীতে আটককৃত শিপনকে চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বেগমখাল বাগানের সুবীন ঘোষের ছেলে।
প্রত্তক্ষদর্শী আব্দুল জলীল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বগুরাগামী একটি যাত্রীবাহী বাসের মালবক্সে একটি গরু উঠানোর সময় সন্দেহ করেন স্থানীয়রা। পরে তাকে জিজ্ঞেস করলে সে গরুটি চুরি করে এনেছে বলে স্বীকার করে।
দেওরগাছ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য লক্ষীচরন বাগচি জানান, সে এর আগেও বিভিন্ন স্থানে এমন কর্মকান্ড করে ধরা পরেছে। আমরা সালিশের মাধ্যমে তাকে উদ্ধার করে এনেছি।
14,633 total views, 1 views today