লালমোহনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সুজনের জেলা সভাপতি মো. মোবাশ্বের উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও লালমোহন উপজেলা সমন্বয়কারী মো. জসিম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।

এছাড়াও অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, জেলা সুজনের সাধারণ সম্পাদক নাসির লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

 14,685 total views,  1 views today