লালমোহন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে দুইটি ক্লাস পরিচালনা করেন ইউএনও

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী পল্লব কুমার হাজরা লালমোহন উপজেলা ৯নং পূজা খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার (১ নভেম্বর) বিদ্যালয়টি পরিদর্শনের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার দুইটি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তিনি সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকদের সম্মতিতে আজকের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলা ও ইংরেজি বিষয়ে পৃথক দুইটি ক্লাস পরিচালনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী মনোযোগী শ্রোতা হয়ে উপজেলা নির্বাহী অফিসারের পাঠদান উপভোগ করেন। নির্ধারিত পাঠের বাইরে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পিতামাতা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। একইসাথে, কোমলপ্রাণ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সক্ষমতা ও তাদের যেকোন সমস্যা আন্তরিকতার সাথে দেখার দায়িত্বও শিক্ষাগুরুদের। এ সময় পল্লব কুমার হাজরা সকলকে পাঠ্যক্রমের সাথে সাথে মানবিক গুণাবলিকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক, বিজ্ঞানমনস্ক কর্মকাণ্ডে নিয়োজিত রাখার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাকছুদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তির আকস্মিক উপস্থিতি এবং তাঁর আন্তরিকতাপূর্ণ ক্লাসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দ বিরাজ করতে দেখা গিয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সাবলীল ক্লাস গ্রহণের ফলে শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা আমাদের নিয়মিত দায়িত্বের অংশ। আজ যে বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানকার সার্বিক পরিবেশ, শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুবই চমৎকার। একেবারেই নিজের ভালো লাগা থেকে ছোট্ট সোনামনিদের আনন্দের সাথে শিক্ষা গ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত তাদের একজন বন্ধু হিসেবে আজকের ক্লাসগুলো নিয়েছি। এসময় তিনি শিশুদের নিয়ে আশা প্রকাশ করে বলেন, সকলে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।

 14,606 total views,  1 views today