লালমোহনে কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার ভাইদের নারীলোভী, সন্ত্রাস, চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ওই ওয়ার্ডের জনগণ।
বৃহস্পতিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, গত পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন নারীলোভী ও সন্ত্রাসী।তিন বিয়ের পরও একই এলাকার ইউসুফের স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এবং গত সোমবার ওই ছাত্রীকে উধাও হয় শাহাবুদ্দিন। এ নিয়ে থানায় অভিযোগ পরবর্তী মেয়েকে ফিরে পেলেও শঙ্কা কাটেনি ইউসুফ ও তার পরিবারের।
তারা ৫ ভাইয়ের মধ্যে সকলেই নারীলোভের সাথে সাথে মাদক, জুয়া, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত।এ পরিবারের অত্যাচারে অতিষ্ট এলাকার মানুষ। শাহাবুদ্দিন ৩ বিয়ে করেছে এবং তার ৬টি সন্তান রয়েছে। তার আরও দুই ভাইও তিনটি করে বিয়ে করেছে।
এদিকে ইউসুফের পরিবারের মত যাতে আর কাউকে অপমান ও হেনস্তার শিকার হতে না হয়, তাই শাহাবুদ্দিন ও তার পরিবারকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে উপস্থিত জনতা।
মানববন্ধনে পৌরসভা ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদ, ৩নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুল ছাত্রীর বাবা ইউসুফ ও মাসহ আরও অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংসসহ হেয় করার জন্য একটি চক্র মানববন্ধন করেছে।
14,607 total views, 1 views today