লালমোহনে হৃদয় ছোঁয়া আড্ডার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো ‘বেতুয়া সাহিত্য কুটির’
লালমোহন(ভোলা) প্রতিনিধি: প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে লালমোহনে আত্মপ্রকাশ করলো “বেতুয়া সাহিত্য কুটির” সংগঠন। ৫ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লালমোহন প্রেসক্লাবে হৃদয় ছোঁয়া এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন দুই বাংলার কবি নীহার মোশারফ, কথা সাহিত্যিক লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক বাশার ইবনে মমিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া ইসলাম, সিকদারহাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামাল ও লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন লালমোহনের নিয়মিত লেখক মো. জসিম জনি, নুরুল আমিন, সাব্বির আলম বাবু, এরশাদ সোহেল, মাহমুদ হাসান লিটন, কবি জুবায়ের বিন ইয়াছিন, কবি মোঃ জাবের আল আব্দুল্লাহ। সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সকলের সিদ্ধান্তমতে বেতুয়া সাহিত্য কুটিরের আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. জসিম জনিকে আহবায়ক, কবি নুরুল আমিন ও সাব্বির আলম বাবুকে যুগ্ম আহবায়ক করে বেতুয়া সাহিত্য কুটিরের নতুন কমিটি গঠন করা হয়। মাহমুদ হাসান লিটন, এরশাদ সোহেল, জুবায়ের বিন ইয়াছিন, মোঃ জাবের আল আব্দুল্লাহ সদস্য মনোনিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি এরশাদ সোহেল।
বাশার ইবনে মমিন, নীহার মোশাররফ, নজরুল ইসলাম জামাল, আব্দুস সাত্তার ও জাকিয়া ইসলাম বেতুয়া সাহিত্য কুটিরের উপদেষ্টা নির্বাচিত হন। সভায় নতুন লেখক সৃষ্টি, লেখা প্রকাশের সুযোগ সৃষ্টি, মিনি পাঠাগার ও সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
14,629 total views, 1 views today