ভোলার চরফ্যাসনে কিশোর অপরাধ বাড়ছে গড়ে উঠছে কিশোর গ্যাং
চরফ্যাশন থেকে সামছুন নাহার স্নিগ্ধা: চরফ্যাসনে কিশোর অপরাধ বাড়ছে গড়ে উঠছে কিশোর গ্যাং৷ তারা ছিনতাই-মারামারি -ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ছে৷ কিন্তু এর নেপথ্যে কী ? দায় কারা ? কিশোর অপরাধ আগেও ছিল, বর্তমানেও আছে। তবে দিন যত যাচ্ছে তাদের অপরাধগুলো ক্রমেই হিংস্র, নৃশংস ও বিভীষিকাপূর্ণরূপে দেখা দিচ্ছে।
চরফ্যাসনে ছিনতাই, মারামারি, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার চেষ্টা হিংস্র ধরনের অপরাধ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এবং বেড়েই চলছে।
আর এই কিশোর গ্যাং গড়ে ওঠার কারণ : ১-স্কুল রাজনীতি, ২-সমাজব্যবস্থা, ৩-পরিবার, ৪-শিক্ষাপ্রতিষ্ঠান, ইত্যাদি ক্ষেত্রের নানাবিধ উপকরণ গ্যাং তৈরির উপাদান হিসাবে কাজ করে।
ব্যাপারটি নিতান্তই হাস্যকর যেন এটি সিনেমার গল্প-কাহিনী সমাজের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অমুক ভাই, তমুক ভাই, বড় ভাইরা নিজের স্বার্থ হাসিলের জন্য কিশোরদের দিয়ে রাজনীতি করাচ্ছে।
সমাজ ব্যবস্থার কথা কি আর বলবো যে সমাজে কোনো শৃঙ্খলা বোধ নেই, যে সমাজে কিশোররা সকলের সামনে অপরাধ করে বেড়াচ্ছে সে সমাজে কিশোর গ্যাং তৈরি হওয়াটাই স্বাভাবিক তবে এটি সহজ ব্যাপার হতে পারে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ।
পরিবারের বাবা-মায়ের অযত্নের কারণেই সন্তানরা গড়ে ওঠে উঠছে অপরাধী । প্রতিটি পরিবারের বাবা-মায়ের চিন্তা করা উচিত, আপনি কার কথা ভেবে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছেন ? কাকে স্বপ্ন নিয়ে স্কুলে পাঠাচ্ছেন ? যাকে নিয়ে আপনার আগামীর স্বপ্ন সে কোথায় যায় ? কি করে ?
যে শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে রাজনীতি, বিশেষ করে স্কুল রাজনীতি এটি বর্তমানে মারাত্মক একটি ব্যাধি ক্লাস সেভেন থেকেই শুরু হয় মিথ্যে পথচলা। কিশোর গ্যাং তৈরি হওয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছে স্কুল রাজনীতি। আর এই অপরাজনীতি বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে।
কিশোর গ্যাং রাই সংঘবদ্ধভাবে প্রকাশ্যে দিনের আলোয় সবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তারা। পরবর্তী প্রজন্মকে রক্ষার লক্ষ্যে এখনই এর লাগাম টেনে ধরা দরকার। না হলে ভবিষ্যতে এটি খুব ভয়াবহ রূপ নিতে পারে।
14,616 total views, 1 views today