লালমোহনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ভোলার লালমোহনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের আয়োজনে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন এর সভাপতিত্বে এবং পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুপ মনজু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাও. শাহে আলম। দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর আজকের এই দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে আওয়মীলীগের প্রাণের সংগঠন যুবলীগ। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটিভ গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুবসংগঠনে পরিনত হয়েছে। তাই ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের হাতকে আরও শক্তিশালী করতে উপজেলা যুবলীগকে আরও নিবিড়ভাবে কাজ করে যেতে হবে।
আলোচনা সভায় লালমোহন উপজেলার ইউনিয়ন ও পৌরসভার যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
14,609 total views, 1 views today