হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুরে সড়ক ও জনপথের ৫৫ শ বোতক জায়গার উপর গড়ে ওঠা প্রায় পাঁচশত কাঁচা আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।এতে দখলমুক্ত হয়েছে সরকারের সাড়ে পাঁচ কোটি টাকার ভুমি।
সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত র্যাব, হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সড়ক ও জনপথ শায়েস্তাগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী, সড়ক বিভাগের উপসহকারি প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সড়ক বিভাগের সার্ভেয়ার আব্দুল খায়ের সহ আরো অনেকেই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে অলিপুরে সরকারি জায়গা থেকে পাঁচশত অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫৫ শতক জমি দখলমুক্ত হলো।
14,618 total views, 1 views today