অমর একুশে বই মেলায় মুজিববর্ষে “জেগে উঠি জাগিয়ে তুলি” পাওয়া যাচ্ছে ।

ঢাকা থেকে, আফসানা রহমান ডেইজীঃ বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট, কবি, নাট্যকার, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক কর্মী মোঃ নুরুল আমিনের লিখা বই “জেগে উঠি জাগিয়ে তুলি” একুশের বই মেলায় নিয়ে আসছে, বাডস প্রকাশনী । বইটি পাওয়া যাবে ৬৩ক স্টলে ।
লেখক নুরুল আমিন, পিতা – তোফায়েল আহাম্মদ, মাতা – আম্বিয়া খাতুন। তিনি ১৯৭৬ সালের ১ এপ্রিল ভোলা জেলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড, বালুরচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মেধাবী ও বহুমুখী প্রতিভার একজন আদর্শবান মানুষ। তিনি ১৯৯৩ সালে লালমোহন হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ সালে সরকারি শাহবাজপুর কলেজ থেকে এইচএসসিতে এক বিষয়ে লেটার নিয়ে উভয় পরীক্ষায় মানবিক শাখা থেকে প্রথম বিভাগে পাশ করেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি করেন। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, ফিচার, নাটক লেখা, আবৃত্তি ও অভিনয় করার প্রতি তার অদম্য আগ্রহ ছিল। কৈশোরে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ ও বরিশালের দৈনিক প্রবাসী পত্রিকায় ছড়া, কবিতা ও গল্প লিখতেন। ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো সমাচার” পত্রিকার প্রতিবেদক এবং নিয়মিত ফিচার লেখক ।
তার প্রতিষ্ঠিত সংগঠন অঙ্গীকার নাট্যমীর পরিবেশনায় তার লেখা কয়েকটি নাটক মঞ্চায়ন হয়েছে। তিনি সাংবাদিক, সমাজ হিতৈষী ও মানবতাবাদী লেখক। তিনি আজকের ভোলা পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি লালমোহন প্রেসক্লাবের সদস্য। তার লেখায় সমসাময়িক বিষয় মুখ্য হয়ে ওঠে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সূত্র ধরে দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, সন্ত্রাস, কিশোর অপরাধসহ সমাজে বিরাজমান নানা রকম সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করছেন এবং এসবের প্রতিকার কামনা করেছেন। জেগে উঠি জাগিয়ে তুলি – তার লেখা প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। এর আগে তার লেখা কবিতার বই “ভালবাসা মরে না” ও “প্রেয়সী” প্রকাশিত হয়েছে। সাহিত্য জগতে দিগন্ত জয়ের চিরস্বপ্ন বুকে নিয়ে তিনি নিবেদিত প্রাণে কাজ করছেন।
লেখকের সাথে আলাপ কালে তিনি বলেন, পাঠক যদি তার এই বই টি হৃদয় দিয়ে গ্রহন করেন তবেই তার লেখা সার্থক হবে । আমরাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।
1,887 total views, 1 views today