হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে RAB

 মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার শাহপুর এলাকা থেকে ১৫ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর শুক্রবার সকাল প্রায় ৯ ঘটিকার সময় হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৯নং নয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের “মার কোম্পানী” সামনে অভিযান চালিয়ে। ১৫ কেজি গাঁজা, ১টি। মটর সাইকেল ১ টি। মোবাইল ২ টি সীমকার্ড সহ গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা চুনারুঘাট উপজেলার গনশ্যামপুর গ্রামের মোঃ জহুর আলীর ছেলে সুজন মিয়া (২৮), মৃত সোনা মিয়ার ছেলে। মোঃ জাহাঙ্গীর মিয়া (৩০), চুনারুঘাট, থানা গ্রেফতার করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, পরষ্পর যোগসাজসে একে অপরের সহায়তায় অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(খ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 14,715 total views,  1 views today