৭ দিনের সফরে লালমোহন আসছেন এমপি শাওন
জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুরন্নবী চৌধুরী শাওন ৭ দিনের সফরে নিজ এলাকা আসছেন।
সোমবার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা থেকে তাফরিফ-৩ লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে মঙ্গলবার সকালে মঙ্গলসিকদার লঞ্চঘাটে নামবেন তিনি। এ সফর কালীন সময়ে তিনি লালমোহন তজুমদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শণসহ, শ্রমিকলীগের সম্মেলন ও বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন বলে জানা যায়।
এদিকে এমপি শাওন লালমোহনে আসার খবরে লালমোহন উপজেলা আওয়ামীলীগসহ অনান্য সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে এবং তাকে সকালে মঙ্গলসিকদার ঘাটে বরন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়।
14,710 total views, 1 views today