শেখ হাসিনা সকল শ্রেণির পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

 শরীফ আল- আমীন, তজুমদ্দিন (ভোলা): ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণির পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যেকারণে বাংলাদেশ অতি স্বল্প উন্নত দেশ থেকে  উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মৎস্য অফিস ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মৎস্যজীবী  সমিতির সহায়-সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা ও গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্ভোধন এবং অসহায় মানুষের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী সামিউল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, মৎস্য অফিসার আমির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসেম মহাজন, সেচ্ছাসেবলীগের সভাপতি ইশতিয়াক হাসন প্রমুখ।

 14,791 total views,  1 views today