সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্কঃ সংবাদ প্রকাশ করার জেরে নিউজবাংলার গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলামের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাব ।

শনিবার সন্ধ্যায় অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে এ দাবি জানানো হয়।

অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারন সম্পাদক সোহেল চৌধুরীর যৌথ স্বাক্ষরে এই বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার এক রিকশাচালককে নির্যাতন ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় পিয়ারুল ইসলামকে নারী নির্যাতনের একটি মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয় ।  

একই সঙ্গে সারা দেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি ৫৭ ধারা আইন বাতিলের দাবিও জানানো হয়।

জানা যায়, গাইবান্ধার এক রিকশাচালককে নির্যাতন ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় পিয়ারুল ইসলামকে নারী নির্যাতনের একটি মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। 

 14,770 total views,  1 views today