জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা (এনএনসির)আজীবন সদস্য হলেন ইউরো সমাচার সম্পাদক

নিউজ ডেস্কঃ গত ১৮ ডিসেম্বর জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির উন্নয়নে সঠিক দিকনির্দেশনা পাওয়ার জন্য ইউরো সমাচার সম্পাদক এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানের নাম প্রস্তাবিত সংবাদ জাদুঘরের আজীবন সদস্য মর্যাদায় newseumbd.com ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।  

এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাহবুবুর  রহমানের দিকনির্দেশনায় এনএনসির প্রকল্প সংবাদ জাদুঘর প্রতিষ্ঠা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন ।  

জাতীয় সংবাদ সংস্থা (এনএনসি)মাহবুবুর রহমান কে আজীবন সদস্য পদ প্রদান করায়     ইউরো সমাচার পরিবারের পক্ষথেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে ।  

 15,721 total views,  1 views today