হবিগঞ্জের বাহুবলে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের বাহুবলে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষান-কৃষানিদের প্রশিপরিবেশক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের ভূলকোট গ্রামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক আহসানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএম স্পেশালিষ্ট সেরাজুল ইসলাম সাজু, উৎপল রায়, জেলা কৃষি বিপনন কর্মকর্তা ইকবাল আশরাফ খাঁন, বাহুবল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম , লামাতাশি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম, সংগিতা রানী সাহা।
এসময় বক্তারা কৃষক-কৃষাণীদেরকে বিষ মুক্ত সবজি চাষ এবং বিক্রয়ের বিষয়ে উদ্ধুদ্ধকরনে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এর আগে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের নেট হাউজ, হলুদ ফাঁদ, ফেরুমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে চাষকৃত ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, ব্রুকলি ক্ষেত পরিদর্শন করেন প্রকল্প পরিচালক আহসানুল হক চৌধুরী।
এ বিষয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক আহসানুল হক চৌধুরী সন্তোষ প্রকাশ করে বলেন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সারাদেশে ২০ টি উপজেলায় ৮ ইউনিয়নে মডেল ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে একটি। এই প্রকল্পের আওতায় ৫ শ জন কৃষককে ৫ টি প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে সকল উপকরণ প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। এর মুল উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক কীটনাশক মুক্ত নিরাপদ সবজি চাষ করা যায় এবিষয়ে কৃষকদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া। তিনি আরও বলেন, কৃষকরা প্রকল্পের কর্মকর্তাদের সাথে একাত্ম হয়ে নিরাপদ ফসল উৎপাদনে যে উদ্যোগ নিয়েছেন তা সন্তোষজনক এবং আশাকরি এই ধারাবাহিকতা বজায় থাকবে।
14,794 total views, 1 views today