চলে গেলেন লালমোহন উপজেলা পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

 লালমোহন থেকে জাহিদুল ইসলাম দুলালঃ ভোলার লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের প্রবাদপ্রতীম সাবেক অধ্যক্ষ, লালমোহন উপজেলা পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দ্বীপজেলার বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক প্রিন্সিপাল এ কে এম নজরুল ইসলাম ।  

অদ্য ২১ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তিনি ২ পুত্র ৪ কন্যা সন্তানের জনক । বড়ছেলে  প্রভাষক এ কে এম নুরুল ইসলাম প্রিন্স লালামোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক এবং ছোটছেলে এ কে এম হেদায়েতুল ইসলাম ডিউক ব্যাংকার ও বন্ধুসঙগঠন নেক্সাস ৯৩’র স্হায়ী কমিটির কো-চেয়ারম্যান ।

শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম নসু মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১১৭ ভোলা ৩ আসনের সংসদ সদস্য   আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযো্দ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব- আয়েবাপিসি’র প্রধান  উপদেষ্টা ও অধ্যক্ষ নজরুল ইসলাম মিয়ার প্রাণপ্রিয় ছাত্র, ইউরো সমাচার সম্পাদক বীর  মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির, লন্ডন প্রবাসী শাহবাজপুর কলেজের প্রাক্তন ছাত্র আবু তাহের, বিশিষ্ট  হিসাব বিজ্ঞানী এম এ হালিম গজনবী এফসিএ, লালমোহন  পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, ভোলা জেলার প্রথম সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এম আবু তাহের, লালমোহনের প্রথম সাংবাদিক মুহাম্মদ আব্দুর   রাজ্জাক, ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা জেলার ইতিহাস লেখক ও ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, সাপ্তাহিক ভোলার কণ্ঠ সম্পাদক ও চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির সভাপতি কিরন চন্দ্র শর্মা, ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও ইউরো বাংলা টাইমসের ম্যানেজিং এডিটর কবি শাহাবু্দ্দিন রিপন শান, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি এডভোকেট কামরুল আহসান চৌধুরী, চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক  কবি গাজী তাহের লিটন , নেক্সাস ৯৩ স্হায়ী কমিটির নির্বাহী চেয়ারম্যান মাকসুদ তালুকদার, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক ও  শান ফাউন্ডেশনের নির্বাহী সাধারণ সম্পাদক রায়হান হোসেন ঝিল্লু, লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা মো. মোস্তফা মিয়া, লালমোহন মিডিয়া ক্লাবের উপদেষ্টা মো. নুরনবী সুমন, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার, সহসভাপতি মো. সিদ্দিক হায়দার ও আবদুল খালেক সওদাগর, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল মোল্লা, যুগ্ম সম্পাদক মাঈনু্দ্দিন জমাদার ও মোশারেফ হোসেন শিপলু, সাঙগঠনিক সম্পাদক সামসুননাহার স্নিগ্ধা, সহসাঙগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ ও তসলিম আখন, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম , সাঙস্কৃতিক সম্পাদক মামুন হোসাইন, লালমোহন সাংবাদিক সমিতির সভাপতি এসবি মিলন  ও সাধারণ সম্পাদক আনোয়ার রাব্বী সিকদার, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ প্রমুখ । সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম ১৯৪১ সালের ৭ মে ভোলা জেলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী নোয়াব আলী মুন্সীবাড়িতে জন্মগ্রহণ করেন । তার পিতা মরহুম মুন্সী হাবিবুর রহমান লালমোহনের সমাজ সংকৃতির একজন খ্যাতিমান মানুষ ছিলেন। লালমোহনে স্কুল  কলেজ মসজিদ মক্তব প্রতিষ্ঠায় এই পরিবারের অবদান অনস্বীকার্য । অধ্যক্ষ নজরুলের প্রাণপ্রিয় অনুজ সড়ক দুর্ঘটনায় নিহত এ কে এম সিরাজুল ইসলাম খোকন মিয়া ছিলেন লালমোহন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ‌।

মরহুমের নামাজে জানাজা আগামী দিন বুধবার বেলা ১১ টার সময় লালমোহন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের ভাতিজা এডভোকেট আহসান ইসলাম সাকিল ।

 

 15,781 total views,  1 views today