হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজা সহ নারী মাদকপাচারকারী আটক

 হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তানজিনা আক্তার (২২) নামে এক নারীকে আটক করে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তানজিনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পুবেরচর গ্রামের আবুল বাশারের মেয়ে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জ হয়ে চট্টগ্রামে গাঁজা নিয়ে যাচ্ছে একটি চক্র।এই তথ্যের ভিত্তিতে আমাদের ফোর্স এখানে অবস্থান নেয় এবং তাকে আটক করতে সক্ষম হই।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

 14,657 total views,  1 views today