বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যা কল্পনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তব, বিট পুলিশিং সভায় এমপি শাওন

 ভোলা থেকে রিপন শানঃ মাদক ইভটিজিং বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধি প্রতিরোধ ও সাইবার ক্রাইম নির্মূলের লক্ষ্যে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ফ্রন্টলনে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা ।

২ জানুয়ারি দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিট পুলিশিং  কার্যক্রম । সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন- লালমোহন তজুমদ্দিনের  অভিভাবক দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান।  

স্বাগত বক্তব্য রেখেছেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদর রহমান মুরাদ ।  বক্তব্য রাখেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবুল কাশেম মিয়া।

বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু সহ নেতৃবৃন্দ ।

সভায় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যা কল্পনা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তব। তিনি সবসময় ভালো জিনিসটাকে গ্রহণ করেন। মন্দ জিনিস এড়িয়ে চলেন।পুলিশের আইজি বেনজির আহমেদ এর কাছে যখন তিনি বিট পুলিশিং কনসেপ্ট সম্পর্কে জানলেন, তিনি তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিলেন।আজ সারা দেশ এর সুফল পাচ্ছে ।

এসময় এমপি শাওন আরো বলেন, বিট পুলিশিং  হচ্ছে ঢোর টু ঢোর পুলিশী সহায়তা দ্রুত জনগনের কাছে পৌঁছে দেয়া। আমার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং ভুক্তভোগী মানুষের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ।

এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এমপি শাওন সকাল ১০ টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল হাইস্কুল অডিটরিয়ামে , প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন ।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (এসি ল্যান্ড- লালমোহন ) মোঃ জাহিদুল ইসলাম শামীম, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সাবেক ভাইস চেয়ারম্যান ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহীন আহমেদ, গজারিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম সেলিম, লালমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সহকারী শিক্ষক ও দানবীর মজিবুর রহমান পাঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি নজরুল ইসলাম সেলিম পাঞ্চায়েত, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, লালমোহন সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন পঞ্চায়েত, জাতীয় শ্রমিক লীগ লালমোহন পৌরসভা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক রিংকু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 14,739 total views,  1 views today