ভোলার লালমোহনে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লালমোহন থেকে নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১’লা জানুয়ারি। ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে সারা দেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮ টায় লালমোহন পৌর জাতীয় পার্টির অফিস কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি, লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুননবী সুমন।
এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ।
বিকাল ৪টায় লালমোহন উপজেলা অফিস কার্যালয়ের সামনে থেকে শুভ শুভ শুভদিন, জাতীয় পার্টির জন্মদিন।আজকের এই দিনে, এরশাদ তোমায় মনে পড়ে। নতুন বছর নতুন দিন,জাতীয় পার্টির জন্মদিন।এই শ্লোগানে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি বাজারে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের চৌরাস্তা সড়কে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্যে রাখেন, লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরনবী সুমন।সাধারণ সম্পাদক মোঃ মাহবুব এলাহী।সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুক। লালমোহন পৌরশাখার সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।সহ সভাপতি ডাহ মোঃ শাহীন আলম। সাধারন সম্পাদক মাওলানা মোঃ রিয়াজউদ্দিন।তজুমদ্দিন উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোঃ শাহাবুদ্দিন হাওলাদার। সাধারণ সম্পাদক মান্নু হাওলাদার।লালমোহন উপজেলা শ্রমিক পার্টির সভাপতি, আবদুল্লাহ আল মিন্টু বিস্বাস, লালমোহন উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ কামরুজ্জামান কামাল পালোয়ান, লালমোহন উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ কাউছার।
এছাড়াও তজুমদ্দিন উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ শাহিন হাওলাদার। সাধারন সম্পাদক জীবনানন্দ দাস।তজুমদ্দিন ছাত্র সমাজের সভাপতি শামীম হাওলাদার। লালমোহন পৌরসভা ছাত্রসমাজ সভাপতি মোঃ শিপন, সাধারণ সম্পাদক নীরব রায়হান, জাতীয় পার্টি লালমোহন উপজেলা ও পৌরসভা এবং তজুমদ্দিন উপজেলাসহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
14,624 total views, 1 views today